লিবিয়া থেকে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন আরও ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ও লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশে পৌঁছায় তাদের বহনকারী চার্টার ফ্লাইটটি।
দূতাবাস সূত্রে জানা গেছে, এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় বিশেষ ফ্লাইট। এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় একই সংখ্যক বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। দেশে ফিরে তারা লিবিয়ায় অবস্থানকালে নানা দুর্ভোগ ও কষ্টের অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্বজনদের কাছে।
বিজ্ঞাপন
প্রত্যাবাসিত শ্রমিকরা স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন করেছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আবেদনকারীদের প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে।
এদিকে, একই উদ্যোগের অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে আরও তিন শতাধিক নিবন্ধিত বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।








