Logo

নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ২০:২৬
14Shares
নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা সরকারের
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও আধুনিক প্রযুক্তিনির্ভর করতে ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের বিষয়েও চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “সরকার নির্বাচন পর্যবেক্ষণের জন্য পুলিশ সদস্যদের বডি ক্যামেরা প্রদান, ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রোন ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে। বিষয়টি নিয়ে আইনগত দিকগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, “বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।”

এছাড়া, অন্য এক আলোচনায় শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন একটি কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, কনস্যুলেটের সব কার্যক্রম যেন অনলাইন সেবা সুবিধাসহ চালু করা হয়, যাতে প্রবাসীরা দ্রুত ও কার্যকর সেবা পান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD