শ্রম আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশের চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশের শ্রম আইন সংশোধন (অ্যামেন্ডমেন্ট) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ (আরপিও) আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শ্রম আইন সংশোধন ও আরপিও আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
ড. আসিফ নজরুল আরও বলেন, “এই দুটি আইন দেশের শ্রম পরিবেশ উন্নয়ন, নির্বাচনী কাঠামোর স্বচ্ছতা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আরও কার্যকর করবে।”
এ ছাড়া সভায় তিনটি নতুন আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সেগুলো হলো- সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন।
বিজ্ঞাপন
উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, এই তিনটি আইনের প্রস্তাব নিয়ে আরও বিস্তারিত আলোচনা শেষে দ্রুত চূড়ান্ত অনুমোদনের জন্য আবারও সভায় উত্থাপন করা হবে।
আইন সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রশাসনিক ও বিচারিক কাঠামোকে যুগোপযোগী ও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার -এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।