Logo

‘আগামী নির্বাচন শুধু দেশের নয়, বৈশ্বিক গণতন্ত্রেরও গুরুত্বপূর্ণ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৮:৩২
7Shares
‘আগামী নির্বাচন শুধু দেশের নয়, বৈশ্বিক গণতন্ত্রেরও গুরুত্বপূর্ণ’
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ -এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

রুডিগার লটজ বলেন, “আগামী বছর বাংলাদেশের নির্বাচন বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক আয়োজন হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার এতে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। যা আঞ্চলিক গণতন্ত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এই নির্বাচন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এশিয়া ও বৈশ্বিক গণতান্ত্রিক পরিসরে বাংলাদেশের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার একটি সুযোগ।”

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রস্তুতির প্রশংসা করে বলেন, গণতন্ত্রে ফিরে আসার এই যাত্রায় ইসি যে নিষ্ঠার সঙ্গে কাজ করছে তা প্রশংসনীয়।

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া এখন সবচেয়ে জরুরি।

রুডিগার লটজের মতে, “বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে গণতান্ত্রিক দেশ হিসেবে আরও দৃঢ় অবস্থান নিতে পারবে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD