ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪


ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। যা এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১০২ জনের মৃত্যু হয়েছে। এর বাইরেও গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 


আরও পড়ুন: ডেঙ্গুতে একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৪৬৩


গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) দিন হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪, ঢাকা উত্তর সিটিতে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৭, খুলনা বিভাগে ৬০ ও ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন। এ ছাড়াও বরিশাল বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৩


একই সময়ে গোটা দেশে ৫৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে এ বছর ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৫৪৬ জন।


এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ২৮৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১০২ জনের।


জেবি/এসবি