আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৮৬ কারখানা, ছুটিতে ১৩৩


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪


আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৮৬ কারখানা, ছুটিতে ১৩৩
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চল এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ৮৬টি কারখানা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।


আরও পড়ুন: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৫৮ কোটি ডলার


তবে, ডিইপিজেড’সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন চালু রয়েছে। এদিন সকালে খোলা কারখানাগুলোয় শ্রমিকদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেখা গেছে।


আরও পড়ুন: আগস্টে মূল্যস্ফীতি কমলো ১ দশমিক ১৭ শতাংশ


এদিকে, বন্ধ কারখানাগুলোর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।


জেবি/এসবি