কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষে বিশ্রামের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ'র মোবাইল ফোন
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে দুই সেনা কর্মকর্তা
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, “দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।”
আরও পড়ুন: আবারও রোহিঙ্গা ঢলের শঙ্কা, সীমান্তে কড়া নজরদারি
কক্সবাজারের সমন্বয়ক সাগর জানান, “পেকুয়া-চকরিয়ায় শহিদদের পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল বুধবার সেখানে যান হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন।”
জেবি/এসবি