আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪


আবারও খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
ছবি: সংগৃহীত

গত কয়েক দিনের বৃষ্টি ও উজান হতে আসা পাহাড়ি ঢলে পানি বিপদসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। 


শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।


কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানা গেছে, গেল ২৫ আগস্ট থেকে ১৫ দিন জলকপাট খোলা রাখার পর গেল ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় আবারও  শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮.৫৫ এমএসএল (মিনস সি লেভেল)।


আরও পড়ুন: ১৫ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট


কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে বলেন, “পানি বেড়ে পেলে গেট খোলার পরিমাণ আরো বাড়ানো হবে।”


জেবি/এসবি