বাড়লো সোনার দাম, রবিবার থেকে কার্যকর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪


বাড়লো সোনার দাম, রবিবার থেকে কার্যকর
ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম বেড়েছে। এবার ভরিতে ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।


আরও পড়ুন: এখন থেকে জুলুম নয়, করদাতাদের স্বস্তি দেয়া হবে: এনবিআর চেয়ারম্যান


স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


আরও পড়ুন: আমদানির পরও ডিমের দাম বাড়তি


শনিবার (১৪ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


জেবি/এসবি