রাবিতে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪


রাবিতে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের (আইইএস) পরিচালক হিসেবে মো. গোলাম মোস্তফাকে নিয়োগ দেওয়া হয়েছে। 


বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব কর্তৃক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন। 


আরও পড়ুন: সাত কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন


তিনি রাবির ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০০ সালে তিনি জাপানের এহেমি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


ড. গোলাম মোস্তফা ২০০৪ সালে সহকারী অধ্যাপক হিসেবে রাবি পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটে যোগ দেন ও ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন এবং অস্ট্রেলিয়া ও জার্মানিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।


আরও পড়ুন: রাবিতে ২ শিক্ষিকাকে অবাঞ্ছিত ঘোষণা করে ৫ দফা দাবি উত্থাপন


তাঁর প্রায় ১৫০টি প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নাল, সম্মেলন প্রকাশনা ও গ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি ১৫টি এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন। বর্তমানে ১০ জন গবেষক তাঁর তত্ত্বাবধানে কাজ করছেন।


এমএল/