Logo

বনানীর একটি হোটেল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

profile picture
জনবাণী ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১৫
77Shares
বনানীর একটি হোটেল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ
ছবি: সংগৃহীত

অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে

বিজ্ঞাপন

রাজধানীর বনানীর সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ জানান, সুইট ড্রিম হোটেলের হোটেলের ৫টি ফ্লোরে অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ৫৪২ কেন বিয়ার, ৯৮৪ বোতল বিদেশি মদ, ৪ লাখ টাকার বেশি নগদ টাকাসহ আনুমানিক ২ কোটি টাকার মালামাল জব্দ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এখান থেকে বিভিন্ন স্থানে এসব মাদকদ্রব্য বিক্রি করা হতো।

প্রতিষ্ঠানের বারের লাইসেন্স আছে, তবে জব্দ মদগুলোর কোনো অনুমোদন ছিল না দাবি করে তিনি আরও জানান, ম্যানেজারসহ ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ফেব্রুয়ারিতে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে এবং শর্ত ভঙ্গের দায়ে হোটেলটির লাইসেন্স বাতিল করেছিল বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD