গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আইন উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪


গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সারাদেশে ঢালাও এবং গায়েবি মামলার কালচার শুরু করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।


শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা


বিচারপতিদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, “আপনারা কোনো দলীয় মনোভাব রাখবেন না। আপনার বিবেকের সঙ্গে কথা বলেন, কারও সঙ্গে অবিচার করবেন না। নিম্ন আদালতে যারা আছেন, আপনারা মানুষকে যতটুকু সম্ভব হয়রানিমুক্ত রাখবেন।”


আরও পড়ুন: পার্বত্য জেলায় শান্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর 



বিচারপ্রার্থীদের ওপর হামলা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেআসিফ নজরুল বলেন, “আদালতে আসামির ওপর যেন হামলা না হয় এজন্য আমরা সকাল ৭টায় শুনানির ব্যবস্থা করেছি। কোনোমতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই।”


বিচারবিভাগের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন,“এরইমধ্যে কমিশন গঠন করা হয়েছে। আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। ঢালাও মামলা করে মানুষ হয়রানি থেকে বের হতে চাই।”


জেবি/এসবি