Logo

শিক্ষার্থী নিপীড়ন-সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি জারি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৯
32Shares
শিক্ষার্থী নিপীড়ন-সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি জারি
ছবি: সংগৃহীত

রবিবার (২১ সেপ্টেম্বর) প্রাধ্যক্ষ পরিষদের সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হয়

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে শিক্ষার্থী নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত শির্ক্ষার্থীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের কাছে এ ধরনের অভিযোগ জমা দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, যারা অতীতে হলে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি বা মাদক ব্যবসায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে। শিক্ষার্থীদের পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) প্রাধ্যক্ষ পরিষদের সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হয়। বিভিন্ন মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে প্রাধ্যক্ষ পরিষদ এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD