Logo

নবীনদের পদচারণায় মুখরিত রাবি ক্যাম্পাস

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩৬
নবীনদের পদচারণায় মুখরিত রাবি ক্যাম্পাস
ছবি: সংগৃহীত

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীনদের সংখ্যা বাড়তে থাকে

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত মতিহারের সবুজ চত্বর। 

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই রঙিন বেশে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টায় বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে তাদের সঙ্গে অভিভাবকদেরও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীনদের সংখ্যা বাড়তে থাকে।

বিজ্ঞাপন

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিদিনের চেয়ে একটু অন্যরকম সাজে ক্যাম্পাসে এসেছেন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। পরিচিতর মাধ্যমে বরণ করে নেন বিভাগের শিক্ষকরাও। এ যেন অন্য রকম এক উৎসব।

বিজ্ঞাপন

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নতুনদের আগমনে নতুন রূপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় নতুন-পুরোনো শিক্ষার্থীদের আড্ডা ছিল লক্ষণীয়। তবে পুরাতনদের ছাপিয়ে ক্যাম্পাসে নতুনদের আগমন ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

নবীন বরণ অনুষ্ঠান শেষে সবাই যখন একাডেমিক ভবন থেকে বেরিয়ে আসেন তখন যেন আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবার হাতে হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। অনেকে আবার বসে পড়েছেন আনন্দ আড্ডায় প্রবীণদের কেউ কেউ আবার গান ধরেছেন মনের আনন্দে। ক্যাম্পাসের পুরোটায় এক আনন্দঘন পরিবেশে। 

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল-আমিন রায়হান আবেগাপ্লুত হয়ে বলেন, আজকের দিনটা আমার কল্পনার মতোই ৷ আমি কোনোদিন ভাবিনি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো৷ আমি এক এতিম খানায় বড় হয়েছি সেখান থেকেই আমার পড়ালেখা। কিন্তু আমি স্বপ্ন দেখা থেকে পিছপা হয়নি। পড়ালেখার পাশাপাশি আমি শ্রমিকের কাজ করতাম। স্কুল কলেজে শিক্ষকরা আমাকে ক্যাম্পাসের উদাহরণ হিসেবে উল্লেখ করতো। এখানেই চাইবো আমি আমার সর্বোচ্চটা দিয়ে একাডেমিক এর পাশাপাশি এক্সটা দক্ষতা অর্জন করতে। এজন্য আমি আমার শিক্ষক ও সিনিয়র ভাই বোনদের সহযোগিতা ও দোয়া চাই। 

বিজ্ঞাপন

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসিন তাকিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়া সকলেরই একটা স্বপ্ন থাকে। আমিও তার ব্যাতিক্রম নয় ৷ আজকের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমাদের ক্লাস হওয়ার কথা ছিলো জুলাইয়ের ১ তারিখে কিন্তু হয়নি। আন্দোলন চলাকালীন আমাদের বাড়িতেই অবস্থান করতে হয়েছে। ভর্তি পরীক্ষা দিয়ে আমরা প্রায় ৭ মাস বাড়িতেই ছিলাম। আজকের দিনের জন্য যে কত অপেক্ষা করেছি তা বলে বুঝাতে পারবো না। আজকে আমাদের অরিয়েন্টেশন ক্লাস কিন্তু কাল রাতেও আমি ঘুমাতে পারিনি শুধু আজকের দিনের কথা ভেবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD