নোবিপ্রবির নতুন সহকারী প্রক্টর ফাতেমা বেগম পপি


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪


নোবিপ্রবির নতুন সহকারী প্রক্টর ফাতেমা বেগম পপি
ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা বেগম পপি।


সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী (চলতি দায়িত্ব) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: শিক্ষার্থী নিপীড়ন-সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি জারি


বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা বেগম পপিকে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলো। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ নিয়োগ বিবেচনা করা হবে এবং যোগদানের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।


নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর ফাতেমা বেগম পপি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে যোগ্য মনে করায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন যথাযথভাবে পালন করতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।'


এমএল/