মিলিটারি ইঞ্জিনিয়ার্স সার্ভিসের আনুষ্ঠানিক অনুমোদন পেল টাইগার সিমেন্ট


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪


মিলিটারি ইঞ্জিনিয়ার্স সার্ভিসের আনুষ্ঠানিক অনুমোদন পেল টাইগার সিমেন্ট
ছবি: প্রতিনিধি

দেশে উৎপাদিত টাইগার সিমেন্ট মিলিটারি ইঞ্জিনিয়ার্স সার্ভিসেস (এমইএস) তত্ত্বাবধানে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মান কাজে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। 


এই উপলক্ষ্যে রবিবার (২৪ সেপ্টেম্বর)  টাইগার সিমেন্টের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশীর আহমেদ।


এ সময় টাইগার সিমেন্টের চেয়ারম্যান ও পরিচালকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বর্তমানে নতুন মালিকানায় উৎপাদিত টাইগার সিমেন্ট ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স গ্রুপের একটি অন্যতম শিল্প প্রতিষ্ঠান। উৎপাদনের প্রতিটি ধাপে পণ্যের গুণগত মান বজায় রেখে টাইগার সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।


জেবি/এসবি