সাবেক সেনাপ্রধান আজিজের ২ ভাইয়ের এনআইডি বাতিল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪


সাবেক সেনাপ্রধান আজিজের ২ ভাইয়ের এনআইডি বাতিল
ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদের (জোসেফ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।


আরও পড়ুন: ১লা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ


ইসি সূত্রে জানা যায়, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলে অভিযোগ ওঠে। ফলে তাদের চারটি এনআইডিই ব্লক করে দেওয়া হয়েছে ইসির সার্ভার থেকে। তারা এনআইডি যাচাই সংক্রান্ত কোনো সেবা আর পাবেন না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 


আরও পড়ুন: দিনাজপুরে বিএসএফ জওয়ানকে আটক করলো বিজিবি


এদিকে, ইসি সচিব শফিউল আজিজ বলেছেন, “তদন্ত কমিটির রিপোর্ট এসেছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


জেবি/এসবি