জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ চেক করে প্রবেশ করানো হচ্ছে।


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের আগে মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে এমন চিত্র দেখা গেছে।


আরও পড়ুন: সংস্কার, পাচার অর্থ ফেরাতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের


সরেজমিনে দেখা গেছে, মসজিদে প্রবেশের পথে পর্যাপ্ত পরিমাণ পুলিশ দায়িত্ব পালন করছে। নামাজে আগত মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। সেই সঙ্গে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।


এ বিষয়ে খিলগাঁও জোনের এসি পেট্রোল কাজী ওয়াজেদ সংবাদমাধ্যমকে বলেন, আজকে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম নেই। তারপরও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কারণ, শুক্রবার একটা ঝামেলা হয়েছে।


আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলির সঙ্গে ড. ইউনূসের বৈঠক


তিনি আরও বলেন, ভারতে মহানবিকে (সা.) কটূক্তির প্রতিবাদে হয়তো এখানে বিক্ষোভ মিছিল হতে পারে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সে কারণে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।


এমএল/