কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪


কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস
ছবি: প্রতিনিধি

পর্যটন শান্তির সোপান" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে  সাগরকন্যা কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। 


শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা  সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সৈকত এলাকা প্রদক্ষিন করে। এসময় সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালায় রেলীতে অংশগ্রহনকারীরা। পরে পর্যটন হলিডে হোমসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আরও পড়ুন: সংস্কার, পাচার অর্থ ফেরাতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের


এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা রিজিওয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। আরো আলোচনায় অংসগ্রহন করেন  কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিক ও স্হানীয় ব্যাবসায়ীরা। আলোচনা সভা শেষে পর্যটন সংশ্লিষ্ট বহুল তথ্য ভিত্তিক কুয়াকাটা. জিওভি.বিডি নামে একটি সরকারী ওয়েব সাইটের উদ্বোধন করা হয়। দিনভর হাঁস ধরা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটকদের ফুল দিয়ে বরন সহ নানা আয়োজনে উদযাপন করা হয়।


বক্তারা পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটাকে বিশ্ব দরবারে আরো পরিচিত বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।


আরএক্স/