মেহেরপুরে পানিতে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফাতেমা খাতুন (১২) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করমদী গ্রামের নিজ বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গেলে সেখানে ডুবে তার মৃত্যু হয়। ফাতেমা খাতুন করমদী গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।
আরও পড়ুন: মেহেরপুরে গোল চত্বরের দাবিতে ৩ ঘন্টা সড়ক অবরোধ
স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, ফাতেমা খাতুন জন্মের পর থেকেই কথা বলতে ও শুনতে পারে না। আজ দুপুরে চাচা এনামুল হকের সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় ফাতেমা। গোসল শেষ করে চাচা এনামুল পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরে ফাতেমা খাতুনের মা ববিতা খাতুন সহ প্রতিবেশীরা পুকুরে তল্লাশির এক পর্যায়ে ফাতেমা খাতুনকে উদ্ধার করা হয়।এরপর স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
এমএল/