মেহেরপুরে গোল চত্বরের দাবিতে ৩ ঘন্টা সড়ক অবরোধ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪


মেহেরপুরে গোল চত্বরের দাবিতে ৩ ঘন্টা সড়ক অবরোধ
ছবি: প্রতিনিধি

গোল চত্বরের দাবিতে ৩ ঘন্টা মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে বাজারের ব্যবসায়ীরা। 


শনিবার (২৮ সেপ্টম্বর) গাংনী বাসস্ট্যান্ডে সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে ব্যবসায়ীরা। ফলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়েছে যায়।


আরও পড়ুন: মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন


ব্যবসায়ীরা বলছেন, গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদের যে ভবন রয়েছে। সেটা ভেঙে কাজ করার কথা সড়ক ও জনপদ বিভাগের। নকসা অনুয়ায়ী জেলা পরিষদের ভবন ভেঙ্গে গোল চত্বর করার কথা থাকলেও মূল নকসা বাদ দিয়ে সড়ক ও জনপদ বিভাগ নতুন নকসার মাধ্যমে জেলা পরিষদ ভবন বাদ দিয়ে দায়সারা গোল চত্বর নির্মাণ কাজ করছে। ফলে গোল চত্বর থেকে বঞ্চিত হচ্ছে গাংনী এলাকাবাসী।


এদিকে, মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তাৎক্ষনিক ভাবে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে,অবরোধকারি ব্যবসায়ীরা অবরোধ  তুলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।


এমএল/