শর্তসাপেক্ষে সংস্কারের ঋণ সহায়তা দিতে রাজি বিশ্বব্যাংক: ড. সালেহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শর্তসাপেক্ষে আর্থিক খাত সংস্কারের সব ধরনের সহায়তা করবে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের জন্য ব্যয় হবে।
আরও পড়ুন: কমলো সোনার দাম
যদিও ঋণ সহায়তার অঙ্ক জানাননি তিনি। ঋণের অঙ্কের বিষয়টি আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বৈঠকে চূড়ান্ত হবে।
আরও পড়ুন: দুই চালানে ভারতে গেল ৯৯ টন ইলিশ
অবশ্য এর আগে গেল সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয়।
জেবি/এসবি