দক্ষিণ আফ্রিকায় প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে জয়ের সেঞ্চুরি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দক্ষিণ আফ্রিকায় প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে জয়ের সেঞ্চুরি

ডারবান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। তাতেই কমছে রানের ব্যবধান।

টেস্ট ক্যারিয়ারে এটাই জয়ের প্রথম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে প্রথম শতকের রেকর্ড গড়লেন তরুণ এ ওপেনার।

এই ব্যাটারের শতকে লিটন ও ইয়াসিরকে হারালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ভালোই প্রতিরোধ গড়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৫২ রান। জয় ১০২ রানে অপরাজিত আছেন।

ডারবান টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন এই ব্যাটার। বাংলাদেশের অন্য ব্যাটাররা ব্যাট হাতে খুব বেশি ভালো করতে না পারলেও ওপেনিংয়ে নামা জয় এক প্রান্তে নিখুঁত এক ইনিংস উপহার দিয়ে চলেছেন। ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে অপরাজিত ছিলেন জয়।

তৃতীয় দিন সকালে ব্যাটিং করতে নেমে একপাশে সঙ্গী তাসকিনকে হারালেও প্রথম সেশনে ফিফটি তুলে নেন এই ব্যাটার। ১৭০ বলের মাথায় সাইমন হার্মারকে স্ট্রেটে চার মেরে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন জয়। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছিলেন জয়।

এরপর কিছুটা হাত খুলে খেলতে থাকেন জয়। তবে অপরপ্রান্তে সঙ্গী লিটন ও ইয়াসিরকে হারানোতে আবারও সাবধানী ক্রিকেট খেলতে থাকেন জয়। শেষ পর্যন্ত ২৬৯ বল খেলে কেশভ মহারাজের বল পয়েন্টে ঠেলে দিয়ে দুই রান নিয়ে শতকের আনন্দে মেতে ওঠেন এই ব্যাটার। শতক হাঁকানোর পথে ১০ চার ও ১ ছয় হাঁকান জয়।

টাইগার ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের ১০০ সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস। এর আগে মুমিনুল ৭৭ রান করেছিলেন ২০১৭ সালে।

বাংলাদেশি পেনারদের মধ্যেও দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০০২ সালে ওপেনিংয়ে আল শাহরিয়ার রোকন ৭১ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ বল খেলার কীর্তিও গড়েছেন জয়।
১০০ রানের ইনিংস খেলার পথে জয় খেলেছেন ২৭০ বল। যা এক ইনিংসে টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ১৫০ বল খেলেছিলেন মুমিনুল।

ওআ/