সাইফকে এত তাড়াতাড়ি আকাশে তুলবেন না: সালাহউদ্দিন


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:১০ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


সাইফকে এত তাড়াতাড়ি আকাশে তুলবেন না: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

শক্তিমত্তার দিক থেকে নেদারল্যান্ডসের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শনিবার (৩০ আগস্ট) মাঠের পারফরম্যান্সেও সেটারই ছাপ দেখা গেল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় টাইগাররা।


অলরাউন্ড পারফর্ম করে জয়ে অবদান রেখেছেন দুই বছর পর জাতীয় দলে ফেরা সাইফ হাসান। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও করেন ৩৬ রান। এমন পারফরম্যান্সের পর আবারও আলোচনায় এসেছেন এই ব্যাটিং অলরাউন্ডার।


আরও পড়ুন: লিটনের ঝড়ো ফিফটি, দাপুটে জয়ে সিরিজ শুরু টাইগারদের


সিলেটে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে রবিবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 


সেখানে সাইফকে নিয়ে কোচ সালাহউদ্দিন বলেন, ‘আপনাদের আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে দেবেন না, খুব তাড়াতাড়ি নিচেও নামিয়ে দেবেন না। ভালো খেলেছে, প্রত্যাবর্তন করেছে, এটা শক্ত মানসিকতার পরিচয়।’


তিনি বলেন, ‘কোনো মানুষ যখন ব্যাকফুটে চলে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর সঙ্গে একটা তকমা ছিল- টেস্ট স্পেশালিস্ট, সাদা বলের খেলোয়াড়, সেখান থেকে বেরিয়ে এসে যে চরিত্র দেখিয়েছে, এটা আসলে সবার ভেতর থাকে না’।


আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে এখনই ভাবতে নারাজ হেড কোচ সিমন্স 


সাইফ ধৈর্যের সুফল পাচ্ছেন বলে মনে করেন সালাহউদ্দিন, ‘উন্নতি তো সব সময় করতে হবে। কিন্তু তার চেষ্টা ছিল, সে নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে। আন্তর্জাতিক প্রথম ৬-৭ ম্যাচে সে ব্যর্থ হয়েছে। সেখান থেকে মানসিকভাবে আবার ঘুরে দাঁড়ানো- এটা আসলে বেশ কঠিন কাজ। সে ধৈর্য ধরেছে। একজন মানুষ কত দিন ধৈর্য ধরে। সে গত ৪-৫ বছর ধরেছে। এর সুফল এখন সে পাচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে।’


এমএল/