সাইবার আইনের মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সরকার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪


সাইবার আইনের মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সরকার
ফাইল ছবি

সরকার সাইবার আইনে দায়ের করা স্পিচ অফেন্স (মতপ্রকাশ সংক্রান্ত) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।


সোমবার (৩০ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


একইসাথে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে সরকার।


আরও পড়ুন: ডিবি হেফাজতে ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর


এদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান রয়েছে।


আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


এ ছাড়া বর্তমানে স্পিচ অফেন্স (মতপ্রকাশ সংক্রান্ত) সম্পর্কিত এক হাজার ৩৪০টি মামলা চলমান। এরমধ্যে মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা চলমান। এসব মামলার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।


উল্লেখ্য, ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে রা স্পিচ অফেন্স (মতপ্রকাশ সংক্রান্ত) এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে ‘কম্পিউটার অফেন্স’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


জেবি/এসবি