Logo

বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২১:১১
55Shares
বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আজকের মধ্যে সফরের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে

বিজ্ঞাপন

বাংলাদেশ সফরে আসছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।  সব ঠিক থাকলে আগামী শুক্রবার (৪ অক্টোবর) তিনি বাংলাদেশে আসবেন। এর আগে তিনি পাকিস্তান সফর করবেন, সেখান থেকে বাংলাদেশে আসবেন।

কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, “মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ৪ অক্টোবর তার ঢাকা সফরের কথা রয়েছে। আজকের মধ্যে সফরের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।”

বিজ্ঞাপন

জানা যায়, বাংলাদেশ সফরে আনোয়ার ইব্রাহিম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবার আশা করা হচ্ছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফরে পারস্পরিক সহযোগিতা বাড়বে যা, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।

এর আগে, বাংলাদেশের পট পরিবর্তনের পর গেল ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসব

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD