সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪


সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার
ছবি: সংগৃহীত

ডামি নির্বাচনের অন্যতম কারিগর,  র্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগ বন্ধ


তিনি জানান, ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  


আরও পড়ুন: রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার


এর আগে গেল ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।


জেবি/এসবি