Logo

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আ.লীগের কয়েকজন নেতার অবস্থান জানা গেল

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৪, ২৩:০৯
134Shares
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আ.লীগের কয়েকজন নেতার অবস্থান জানা গেল
ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা।

বিজ্ঞাপন

ভারতের কলকাতার ইকোপার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আ. লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে।

সম্প্রতি দেশের  একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, কলকাতার ইকোপার্কে গেল ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কিছু নেতাকে আড্ডা দিতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা।

বিজ্ঞাপন

জানা যায়, তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আড্ডার কিছুক্ষণ পরে বাংলাদেশিদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়েন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেল ৫ আগস্ট ছাত্র জনতার আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পালিয়ে বিদেশ যেতে পারলেও অধিকাংশই গা ঢাকা দিয়েছেন। অনেক নেতা গ্রেফতারও হয়েছেন। পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD