Logo

আখাউড়ায় আইনমন্ত্রী, মেয়র-ওসির বিরুদ্ধে হত্যা মামলা

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৪, ০৪:৪৫
49Shares
আখাউড়ায় আইনমন্ত্রী, মেয়র-ওসির বিরুদ্ধে হত্যা মামলা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে মামলা হয়েছে

বিজ্ঞাপন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ও আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদারসহ ছয় জনের নামে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে মামলা হয়েছে। 

২০১৮ সালে হওয়া আমীর খান হত্যাকান্ডের ঘটনায় এই মামলা দায়ের হয়। ৩১ সেপ্টেম্বর মামলায় অভিযোগ করা হয়, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে অসামাজিক কার্যকলাপে সায় না দেওয়ায় হত্যাকান্ড ঘটানো হয়। আদালত এক আদেশে এ সংক্রান্ত কোনো মামলা থানায় আছে কিনা এর নথি তলব করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বাদী হলেন, হত্যাকান্ডের শিকার চানপুর গ্রামের আমীর খার স্ত্রী লাকী বেগম। এই তৎ সময়ের আখাউড়া থানার এসআই আব্দুল আলীম ও চিকিৎসকে আসামী করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, তাকজিল খলিফা চানপুর এলাকার তার মালিকাধীন একটি বাড়িতে প্রায়ই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন। এ ঘটনায় বাধা দেন আমীর খান। এতে তাকজিল খলিফা ক্ষিপ্ত হন। ২০১৮ সালের ২১ মে আনিসুল হক ও তাকজিল খলিফার নির্দেশে দুই পুলিশ কর্মকর্তা এসে আমীর খানকে নিয়ে যান। ২৫ মে উপজেলার বনগজ এলাকায় আমীর খার লাশ পাওয়া যায়। দুই পুলিশ কর্মকর্তা গুলি করে এ হত্যাকান্ড ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় আখাউড়া থানা পুলিশ মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD