বীজ ধান প্রযুক্তির যান্ত্রিক করণ ক্লাস্টার প্রদর্শনে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪


বীজ ধান প্রযুক্তির যান্ত্রিক করণ ক্লাস্টার প্রদর্শনে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ইরি রংপুর অফিসের উদ্যোগে সরাসরি বীজ ধান রোপণে (ডিএসআর) প্রযুক্তির যান্ত্রিক করণ ক্লাস্টার প্রদর্শনের উপর কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত মাট দিবসে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. এস.এম. আবু বকর সাইফুল ইসলাম।


আরও পড়ুন: রাজারহাটে বন্যাদুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ


ইউএসএআইডি আর্থিক সহযোগিতায় ইরি বায়ার স্কেল ভাইরেক্ট পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট এর অধীন পরিচালিত মাট দিবসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইআরআরআই লিড স্পেশালিস্টড. মুহাম্মদ আশরাফুল হাবিব, উপজেলা ডিএই কৃষি অফিসার, মো. লোকমান আলম, ফিল্ড টেস্টিং, এমডি মো. শাহ সুলতান, বায়ারের ইনোভেশন ডেভেলপমেন্ট ম্যানেজার সাইফুদ্দিন এবং ডিএই-এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ।


নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কুটিপাড়া গ্রামে অনুষ্ঠিত মাট দিবসটি তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ফসল কাটা এবং ক্ষেতের ফলাফল প্রদর্শন করা, ২য় ধাপ হল কৃষক মো. রাজু মিয়া, মো. আব্দুল হাই, মোছা. নাছিমা বেগম, দুলানি বেগম আউশ মৌসুমে ডিএসআর প্রযুক্তির যাত্রার অভিজ্ঞতা ইরি-এর সাথে শেয়ার করেন এবং উল্লিখিত প্রযুক্তি এলাকায় কিভাবে প্রসার করা যেতে পারে এই বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। 


আরও পড়ুন: কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ৫ টি স্বর্ণেরবারসহ এক যুবক আটক


৩য় ধাপে হল ইরি, ডিএই এবং বায়ার-এর বিশেষ অতিথি ডিএসআর প্রযুক্তিতে লাগানো বিভিন্ন তথ্য, বর্ধিত ফসলের নিবিরতা এবং পরিবেশগত টেকসই সুবিধার বিষয়ে আলোচনা করেন।


প্রধান অতিথি ড. এস.এম. আবু বকর সাইফুল ইসলাম বলেন, ডিএসআর-এর অসংখ্য সুবিধা রয়েছে। কৃষকরা তাদের শস্যের নিবিরতা বাড়াতে পারে ডিএসআর ব্যবহার করে। এছাড়া এক বছরে একই জমিতে কতগুলি ফসল চাষ করতে পারে-এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। যা শ্রম ও সেচের প্রয়োজনীয়তা কমায়। তিনি আরও বলেন, ডিএই কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তির সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।


ইরি-এর ফিল্ড টেকনিশিয়ান মো. আসাদুজ্জামান, মাট দিবস বাস্তবায়নে সার্বিক সমন্বয়ের ভূমিকা পালন করেন। মাট দিবসে শতাধিক কৃযক উপস্থিত ছিলেন।


এমএল/