টেকনাফে অপহরণ চক্রের সদস্য আলাউদ্দিন গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৮ পিএম, ৫ই অক্টোবর ২০২৪


টেকনাফে অপহরণ চক্রের সদস্য আলাউদ্দিন গ্রেফতার
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়কারি চক্রের সক্রিয় সদস্য আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (৫ অক্টোবর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। আলাউদ্দিন ওই এলাকার আবদুল মাবুদের ছেলে।


আরও পড়ুন: পাহাড়ে মৃত পড়ে থাকা তরুণীর পরিচয় শনাক্ত


ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকার আবদুস সালামের ছেলে আতিকুর রহমান (২১)-কে অপহরণ করা হয়েছিল। পরের দিন ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রের সদস্যরা। পরে ২৯ সেপ্টেম্বর আতিকুরের পিতা বাদি হয়ে এব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিল। পুলিশ অপহৃত আতিকুরকে উদ্ধার করে ৩০ সেপ্টেম্বর। এ সংক্রান্ত দায়ের করা মামলায় জড়িত আলাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।


ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।


এমএল/