Logo

আখাউড়ায় চোরাচালান অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০৪:০২
আখাউড়ায় চোরাচালান অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকায় চোরাচালানীদের উদ্দেশ্য করে বিশেষ অভিযানচালায়

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর চোরাচালান বিরোধী অভিযানে ১ কোটি ২লাখ ৮২ হাজার টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে, ট্যাবলেট, হুইস্কি ও বিয়ার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)সদস্যরা। 

শনিবার (৫ অক্টোবর) আনুমানিক রাত্র ১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ভারতীয় পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) এর অধীনস্থ গংগাসাগর বিওপির বিশেষ টহল দল, উপজেলা মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকায় চোরাচালানীদের উদ্দেশ্য করে বিশেষ অভিযানচালায়। 

এসময় সীমান্ত পিলার ২০২৪/৯-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর-খলাপাড়া নামক স্থান হতে ভারতীয় ৬৪৮ পিস বিভিন্ন প্রকার এ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে, ২,০০,০০০ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট, ২৪ বোতল হুইস্কি এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়। তবে বিজিবি টহল দলের উপস্থিতির টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ মালামাল ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD