Logo

দূর্গাপূজায় কক্সবাজারে ৪ দিনের বিশেষ ট্রেন

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০৪:১২
17Shares
দূর্গাপূজায় কক্সবাজারে ৪ দিনের বিশেষ ট্রেন
ছবি: সংগৃহীত

জোড়া ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে বলে জানান তিনি

বিজ্ঞাপন

দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ৪ দিনের বিশেষ ট্রেন চলার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে।

শনিবার (৫ অক্টোবর) কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. গোলাম রব্বানী জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ১০ অক্টোবর রাত ১১টায় কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। ১১ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা দেবে। যা ঢাকা পৌঁছবে রাত ১০ টায়। একইভাবে ১১, ১২ অক্টোবর সকাল ৭ টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা দেবে এই ট্রেন। যা ১২ ও ১৩ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা দেবে।

তিনি জানান, বিশেষ ট্রেনের আসন সংখ্যা থাকবে ৬৩৪টি। পর্যটকদের জন্য এই বিশেষ ট্রেন সার্ভিসটি দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ভ্রমণের আনন্দকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD