Logo

মালয়েশিয়ায় একদিনে ২১৪ বাংলাদেশি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ২১:১৩
93Shares
মালয়েশিয়ায় একদিনে ২১৪ বাংলাদেশি গ্রেফতার
ছবি: সংগৃহীত

গ্রেফতার ৬০২ জনের মধ্যে ২১৩ জন পুরুষ ও একজন নারী বাংলাদেশি।

বিজ্ঞাপন

২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার মালয়েশিয়া পুলিশ। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম কসমো অনলাইন ও সিনার হারিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় সেলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযানে এই অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে এক হাজার ৯১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় এদের মধ্যে থেকে বৈধ কাগজপত্রহীন ১৯ থেকে ৫৫ বছর বয়সী অন্তত ৬০২ (নারী-পুরুষ) অভিবাসীকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনকে সেলাঙ্গর মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি বলেছেন, গ্রেফতার ৬০২ জনের মধ্যে ২১৩ জন পুরুষ ও একজন নারী বাংলাদেশি।

বিজ্ঞাপন

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক রয়েছেন।

বিজ্ঞাপন

দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩ এবং ব্যক্তি পাচারবিরোধী এবং অভিবাসী চোরাচালান আইন ২০০৭ এর অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, “এই এলাকায় বিদেশিদের উপস্থিতির প্রবণতা দেখে গত মার্চ থেকে অপারেশনাল প্ল্যানিং করা হচ্ছিল। প্রাথমিক ফলাফল বিস্ময়কর ছিল। এক হাজার ৯১ জন বিদেশির মধ্যে ৬০ শতাংশেরও বেশি ছিলেন অবৈধ অভিবাসী। তারা পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র রেখে পালানোর জন্য বিভিন্ন কারণ দেখায়, কেউ কেউ বলে যে তারা প্রতারিত হয়েছে।”

বিজ্ঞাপন

যেখানে বিদেশিরা অবৈধভাবে অবস্থান করছেন সেসব জায়গায় অভিযান চলবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD