সাবেক এমপি হেনরী-স্বামী লাবুকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪


সাবেক এমপি হেনরী-স্বামী লাবুকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে হত্যা মামলায় সাতদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেছে আদালত।


এসময় দুটি হত্যা ও একটি অস্ত্র মামলায় তাদের দুজনকেই শোন এরেস্ট দেখানো হয়। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ এ আদেশ প্রদান করেন। জেলা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার বাদিপক্ষের আইনজীবি এ্যাড. নাজমুল ইসলাম জানান, সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামিম তালুকদার লাবুকে সাতদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল। এসময় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঘটা আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলা ও একটি অস্ত্র মামলায় তাদের দুজনকে শ্যোন এরেস্ট দেখানো হয়।


আরও পড়ুন: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ


আসামিপক্ষের আইনজীবিরা মামলাগুলোতে আসামিদের জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের দুজনকে জেলহাজতে প্রেরন করার আদেশ প্রদান করেন।


এর আগে, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে মৌলভীবাজারের র্বষিছড়া থেকে ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে র‌্যাব। বুধবার (২ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হলে সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সাতদিনের রিমান্ড প্রদান করে আদালত।


এমএল/