বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশের তালিকা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৪


বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশের তালিকা
ছবি: সংগৃহীত

সবাই পরিবার নিয়ে সুখে বসবাস করতে চায়। কিছু দেশের মানুষ শান্তির সঙ্গে জীবনযাপন করছেন। আর অনেকে সেসব দেশে যেতে যাচ্ছেন। ফোবস ইন্ডিয়ার বলছে, অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তিসূচক প্রকাশ করে। 


শান্তিপূর্ণ দেশ নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রধান তিনটি বিষয় হলো—সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ।  পৃথিবীজুড়ে যুদ্ধ-সংঘাত, ক্ষুধা-দারিদ্র্য, নির্যাতন-নিপীড়ন আর মানবাধিকার লঙ্ঘনের মধ্যেও কিছু দেশের নাগরিকরা তুলনামূলক শান্তিতে বসবাস করছেন।


আরও পড়ুন: শান্তিতে নোবেল পেল নিহন হিদানকিও


ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ হলো—


১. আইসল্যান্ড (ইউরোপ)


২. আয়ারল্যান্ড (ইউরোপ)


৩. অস্ট্রিয়া (ইউরোপ)


৪. নিউজিল্যান্ড (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)


৫. সিঙ্গাপুর (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)


আরও পড়ুন: সাহিত্যে নোবেল পেলেন দ. কোরিয়ার হান ক্যাং


৬. সুইজারল্যান্ড (ইউরোপ)


৭. পর্তুগাল (ইউরোপ)


৮. ডেনমার্ক (ইউরোপ)


৯. স্লোভেনিয়া (ইউরোপ)


১০. মালয়েশিয়া (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) সূত্র: ফোর্বস ইন্ডিয়া


এমএল/