ট্যাংক তৈরি করতে গিয়ে মাটি চাপায় নিহত ৯ শ্রমিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৪
বেসরকারি কারখানার ভূগর্ভস্থ ট্যাংক তৈরির সময় মাটি চাপা পড়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ১ জন।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের মহেসানা জেলার কাদি মহকুমার জসলপুরগ্রামে। কাজ চলাকালীন দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বেশ কয়েকজন শ্রমিক গর্ত খোঁড়ার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ ধসে যায় গর্তের দেওয়াল। মাটির নিচে চাপা পড়ে যান ১০ জন শ্রমিক।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গুজরাটের কাদি শহরের কাছে ঘটনাটি ঘটেছে। সেখান থেকে মহেসানা জেলা হেড কোয়ার্টারের দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটার। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন ও উদ্ধারকারীর দল।
এ ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিবৃতিতে বলেন, " মহেসানা জেলায় দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই।" পাশাপাশি, ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেছেন, " রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার শিকার প্রত্যকেকে সব রকম সাহায্য করছে।"
আরএক্স/