মহারাষ্ট্রে বাড়ছে রাজনৈতিক সংকট, হাসপাতালে শিবসেনা প্রধান
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪
ভোটমুখী ভারতের মহারাষ্ট্রে দিনদিন বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক উত্তেজনা। রাজনীতিতে জোর চর্চা বাবা সিদ্দিকির মৃত্যুর ঘটনা। এরপর যেন আরও এক কদম বাড়ল। সে রাজ্যরে রাজনৈতিক সংকট।
সোমবার ( ১৪ অক্টোবর ) হঠাৎ হাসপাতালে ভর্তি শিবসেনা শিবিরের প্রধান উদ্ধব ঠাকরে। রিলায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গত কয়েক বছর ধরেই জোর আলোচনা মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে। একনাথ শিন্ডেসহ একগুচ্ছ বিধায়ক উদ্ধবের হাত ছেড়ে যোগ দেয় বিজেপি শিবিরে।
আরও পড়ুন: ভারতে সম্পত্তির লোভে বাবা-মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব। এই পালা বদলের পর থেকেই টাল মাটাল মহারাষ্ট্রের রাজনীতি। দিনে দিনে আরও একগুচ্ছ বদল এসেছে। তবে পরপর ঘটে চলা একাধিক ঘটনায় ভোটমুখী মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট নিয়ে প্রশ্ন উঠছে বারবার।
সেই জল্পনা কল্পনা আরও বাড়ল উদ্ধবের অসুস্থ হওয়ার ঘটনায়। হৃদযন্ত্রে সমস্যার কারণে সোমবার সকাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। বেলা বাড়তেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এমএল/