শেহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা বিরোধীদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শেহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা বিরোধীদের

পাকিস্তানে ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের আদেশকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি শাহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা দিয়েছেন বিরোধীরা। ইমরান খানের সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দেয়ার পর এই ঘোষণা দিলো তারা।

শাহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। ‘নতুন প্রধানমন্ত্রী’ হিসেবে আইনসভায় এরই মধ্যে ভাষণও দিয়েছেন শাহবাজ।

রবিবার (৩ এপ্রিল) পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান দাবি করেন, আয়াজ সাদিককে নয়া স্পিকার হিসেবে বেছে নিয়েছেন ১৯৭ জন সদস্য। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আয়াজ সাদিক স্পিকার নির্বাচিত হওয়ার পর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে দেন। ভোটে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়। তবে এসময় শাসকজোটের সদস্যরা জাতীয় পরিষদে উপস্থিত ছিলেন না। অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বিরোধী নেতা শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী ঘোষণা করে বিরোধীরা।

এর আগে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর পাকিস্তানের বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। সংসদে স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দিলে প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে।

তবে ডেপুটি স্পিকার ও রাষ্ট্রপতির সিদ্ধান্ত মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, অনাস্থা প্রস্তাব বেইআইনিভাবে খারিজ করা হয়েছে। বিরোধীদের হাতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্য রয়েছেন দাবি করে তারা নতুন প্রধানমন্ত্রী ও স্পিকারের নাম ঘোষণা করেছেন।

উল্লেখ্য, শাহবাজ শরিফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। নওয়াজ শরিফ বর্তামানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সূত্র: ডন

ওআ/