ব্যাটিং বিপর্যয়ে চতুর্থ দিন পার করলো বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ব্যাটিং বিপর্যয়ে চতুর্থ দিন পার করলো বাংলাদেশ

ডারবান টেস্টে ইতিহাস গড়তে হলে বাংলাদেশের প্রয়োজন ২৭৪ রানের। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বড় ধরণের শঙ্কার মুখে টাইগাররা। মাত্র ৮ রানেই প্রথম তিন ব্যাটার হারিয়ে জয়ের স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে পড়েছে তারা।

দলীয় ৪ রানের সময় হার্মারের বলে স্লিপে দাঁড়ানো পিটারসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাদমান ইসলাম। তিনি কোনো রানই করতে পারেননি। 

স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতে ফিরে যান প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়ও। এই ওপেনার আজ মাত্র ৪ রান করেন। কেশাভ মহারাজের স্পিন ভেলকিতে সরাসরি বোল্ড হন তিনি।

এরপর ক্রিজে নেমে মাত্র ২ রান করে বিদায় নিয়েছেন অধিনায়ক মুমিনুল হকও। অথচ তার আজ দেয়াল হয়ে দাঁড়ানোর কথা ছিল। এরপর স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি।

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১ রান। জয়ের জন্য আরও দরকার ২৬৩ রান। নাজমুল হোসেন শান্ত ৫ ও মুশফিকুর রহিম শূন্য রানে অপরাজিত আছেন। তারা আগামীকাল পঞ্চম দিন আবারও ব্যাট করতে নামবেন। 

ওআ/