বিহারে বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪


বিহারে বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ্যপানে ২৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির সিওয়ান ও সারান জেলায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে


বুধবার (১৬ অক্টোবর ) ছাপড়া জেলার সিওয়ানে বিষমদে খেয়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। 


বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) জানা যায়, মৃত্যু হয়েছে ২০ জনের। এই ঘটনায় পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ছাপড়ার পুলিশ সুপার কুমার আশিস সাংবাদিকদের জানিয়েছেন, লোকাল চৌকিদার  এবং পঞ্চায়েত এলাকার পুলিশ আধিকারিকের কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। 


আরও পড়ুন: পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলায় নিহত ৩


কিভাবে পুলিশের চোখের আড়ালে বিষমদের ব‍্যবসা চলছিল, এই বিষয়ে মাসরাক থানার এসএইচওর থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। ঘটনায় বিভাগীয় তদন্তের পর উপযুক্ত ব‍্যবস্থা নেওয়া হবে। 


অন‍্যদিকে জেলাশাসক মুকুল গুপ্তা জানিয়েছেন, ভগবানপুরের এসএইচও এবং এএসআইয়ের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।


আরএক্স/