Logo

পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের কাছে আটক ছাত্রলীগ নেতা

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪, ০১:৩৩
87Shares
পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের কাছে আটক ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত

শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) নিজ বিভাগে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শাখা ছাত্রলীগের পদধারী এক নেতা। তিনি হলেন বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম। 

শনিবার (১৯ অক্টোবর) বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষে ঘটনাটি ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক ও বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ-সমন্বয়করা তাদের ইবি থানায় সোপর্দ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তালিকা করে নানাভাবে হুমকি দিয়েছেন। এছাড়াও হলে থাকাকালীন সময়ে সিটের বাণিজ্য, অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসার নামে প্রায় দেড় লাখ টাকা আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানার সাথে সাথেই আমি বিভাগে গিয়েছি। পরে সেখানে পরীক্ষা হল থেকে তাকে নিয়ে থানায় সোপর্দ করেছি। এখন আমরা প্রশাসনের সবাই মিলে বসে আলোচনা করবো তার বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া যায়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইবি থানায় অফিসার্স ইনচার্জ মামুন রহমান বলেন, সেই ছাত্রলীগ পদধারী নেতাকে সাধারণ শিক্ষার্থীরা আটক করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা গ্রহণ করেছি। আমাদের ডেটাবেইসে যদি তাদের নামে কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD