ঢাকা কলেজে পাসের হার ৯৯.৮১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৯৬৬ শিক্ষার্থী
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮১ শতাংশ। এ বছর ঢাকা কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৫৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫০ জন। মোট কৃতকার্য হয়েছে ১ হাজার ৪৮ শিক্ষার্থী। আর অকৃতকার্য শিক্ষার্থী ২ জন।
আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত নোবিপ্রবির ফারুকের বাঁচার আকুতি
মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পেয়েছে ১০০ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৯৬৬ জন।
আরও পড়ুন: ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে ১৬ বছরের জালিমের পতন হয়েছে
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, গতবারের তুলনায় এবার রেজাল্ট ভালো হওয়ায় খুশি হয়েছি। কিন্তু এটাই শেষ ধাপ নয়, সামনে শিক্ষার্থীদের ভালো ইউনিভার্সিটিতে যেতে হবে এবং পরবর্তীতে দেশ সংস্কারের কাজ করতে হবে। এটাই আমাদের প্রত্যাশা।
এমএল/