বুচায় গণহত্যার তদন্ত করবে জাতিসংঘ: গুতেরেস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বুচায় গণহত্যার তদন্ত করবে জাতিসংঘ: গুতেরেস


ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী শহর বুচায় রাশিয়ার সেনাবাহিনী কর্তৃক চালানো গণহত্যার তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস রবিবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘোষণা দেন।

গুতেরেস বলেন, ‘ইউক্রেনের বুচায় বেসামরিক গণহত্যার যেসব চিত্র প্রকাশিত হয়েছে, তাতে আমি অবাক হয়েছি। এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া খুবই প্রয়োজন। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’

ইউক্রেনের রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরতলি বুচা থেকে পিছু হটার আগে ‘নির্মম যুদ্ধাপরাধ’ ঘটিয়েছে রুশ সেনারা। তারা প্রায় ৩০০ বাসিন্দাকে হত্যা করেছে। শহরতলির সড়কগুলোতে শুধু লাশ আর লাশ। 

এদিকে, বুচায় বেসামরিক মানুষ হত্যার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। মস্কো বলেছে, সেখানকার কোনো বাসিন্দাই রাশিয়ান বাহিনীর সহিংসতার শিকার হয়নি।

ওআ/