‘জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর বলেই সংলাপে ডাকা হয়নি’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪


‘জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর বলেই সংলাপে ডাকা হয়নি’
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিজমের নীরব সমর্থন করে গেছেন। তারা অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোর বৈধতা দিয়েছেন। এজন্য আমরা জাতীয় পার্টিকে আপাতত রাখছি না।”


শনিবার (২০ অক্টোবর) যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।


আরও পড়ুন: ভারতীয় ভিসা প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “তাদের বিষয়ে সরকার অবস্থান পর্যালোচনা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এটা হবে। এটা সরকার একা সিদ্ধান্ত নেবে না। তারা যে ফ্যাসিবাদের দোসর ছিল এবং গণহত্যার পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তা সরকার রাজনৈতিক দলগুলোকে বলে দিয়েছে।”


আরও পড়ুন: শহীদ আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম


উল্লেখ্য, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দফার সংলাপ শুরু হয়েছে।


জেবি/এসবি