রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।


সোমবার (২১অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব শাহীনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত-সাইন্সল্যাব অবরোধ


এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) পদে শর্তে নিয়োগ প্রদান করা হলো। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। 


তিনি বিধি-অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি ঢাবির সংবিধি ও আইনের মাধ্যমে নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


এমএল/