নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে কুবি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪
সমন্বিত ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে আগামীবছর থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( কুবি)।
সোমবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।
আরও পড়ুন: সবার পোশাকের স্বাধীনতা আছে: শিবির সভাপতি
তিনি জানান, 'ইউজিসিতে উপাচার্যদের মিটিংয়ে গুচ্ছের বিষয়টি নিয়ে আমি স্পষ্টভাবে আলোচনা করেছি। দায়িত্ব গ্রহণের পরই ইউজিসিকে জানিয়েছি যে, আমরা আর গুচ্ছের মত দীর্ঘ ভর্তি প্রক্রিয়ায় থাকতে চাই না। সামনের বছর গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে না।'
তিনি আরও বলেন, 'এই প্রক্রিয়ায় যে পরিমাণ সময়ক্ষেপণ হয় আমরা এখানে থাকব না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।'
এমএল/