রাকসু নির্বাচনকে বেগবান করতে ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময় প্রশাসনের
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সচল ও নির্বাচনের লক্ষ্যে রাবির সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময় করেছে রাবি প্রশাসন।
সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে দুপুর সাড়ে ১২ টায় রাবির ১৯ টি ছাত্র সংগঠনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রাবিতে নতুন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ
রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমানের সঞ্চালনায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্রসংগঠনগুলো হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (২), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ (২), নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র-গণমঞ্চ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (২) , বাংলাদেশ ছাত্র পক্ষ কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ আহলে হাদিস ছাত্রসমাজ, চিটাগাং হিল ট্রাকস স্টুডেন্ট কাউন্সিল, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ছাত্র মিশন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও জাতীয় ছাত্রসমাজ।
আরও পড়ুন: কায়িক পরিশ্রম না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মতিয়ার রহমান, জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএল/