উজিরপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক কারবারি গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

এমদাদুল কাসেম সেন্টু: বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর পৌরসভায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে মাদক সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পৌরসভার ৫নং ওয়ার্ডে বেলতলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্প অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেফতার করে ।
সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১ টা থেকে রাত দের টার মধ্যে উজিরপুর উপজেলার সেনাবাহিনীর মেজর মো: ফয়সাল ও লেফটেন্যান্ট মোঃ মাহাফুজ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার ৫নং ওয়ার্ড হতে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে মাদক কারবারিকে ১ শত ৫০ গ্রাম গাজা ও ১ শত পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারি হলেন ৫ নং ওয়ার্ডের মৃত মুনছুর আলী বেপারীর পূত্র মো: হালিম বেপারী (৪০) ।গ্রেফতার কৃত মাদক কারবারিকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মেজর ও লেফটেন্যান্ট জানান,মাদক মুক্ত বাংলাদেশ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে। ইতিপৃর্বেও একাধিক বার মাদক সহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল হালিম বেপারী ।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তালতলীতে তরমুজের লোভ দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা

ঈদের মাঠে ইমামকে হত্যা চেষ্টা, চাপাতিসহ যুবক আটক

পাথরঘাটায় জেলের জালে ৩৪ কেজি ভোল মাছ বিক্রি হল সাড়ে ৯ লাখ টাকায়

উজিরপুরে প্রটেক্ট ছাড়াই মৎস্য ঘের ও মুরগীর ফার্ম, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ
