উজিরপুরে পৌর বিএনপির উদ্যোগে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বিক্ষোভ

কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন তিনি
বিজ্ঞাপন
এমদাদুল কাসেম সেন্টু: বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুরে পৌর বিএনপির উদ্যোগে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪ টায় উজিরপুর প্রেসক্লাবের সামনে থেকে উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষন বিক্ষোভ মিছিল শেষ এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে শত শত নেতাকর্মী।
বিজ্ঞাপন
সভায় পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান বলেন, রাষ্ট্রপতি মোাঃ শাহাবুদ্দিন স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে মিথ্যাচার করছেন এবং আওয়ামীলীগের সাথে আতাত করে বিভিন্ন যড়যন্ত্র চালাচ্ছে। তাই তাকে অচিরেই অপসারণ করাসহ তার বিচারের দাবি জানান। তা না হলো আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন তিনি।








